বরিশালের সঙ্গে খুলনা বিভাগের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পিরোজপুর বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর ফলক উন্মোচন করেছেন।
রাজধানীতে প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে ভার্চুয়ালি এ সেতুর উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দক্ষিনের একুশ জেলার যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন হবে। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে বর্নিল সাজে সেজেছে সেতুর দুই প্রান্ত।
পিরোজপুর প্রান্তে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আর কাউখালী প্রান্তে ছিলেন সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু।
জেলা প্রশাসনের আয়োজনে বাধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন স্থানীয়রা। বাদ্য বাজিয়ে পায়ে হেটে এ প্রান্ত থেকে ওই প্রান্ত প্রদক্ষিন করেন তারা।
এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, খুলনাসহ দক্ষিনের ২১টি রুটে সড়ক যোগাযোগ উন্নত হলো।
শিরোনামপিরোজপুর