ইতালি প্রতিনিধি:: ইতালি বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশালের গৌরনদীর কৃতি সন্তান, কামরুল আহসান মন্টুর মৃত্যুর সংবাদে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ইতালির রোমে স্থানীয় একটি হাসপাতালে কামরুল আহসান মন্টু (৫৫) আজ ২৮ অক্টোবর সকাল ৮:৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি শারীরিক ভাবে অসুস্থতা সহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন।মৃত্যুকালে স্ত্রী,দুই ছেলে,মা,বোন সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেলেন। মরহুম কামরুল আহসান মন্টুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ইতালী আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী, ইতালিস্হ বরিশালের জিএম কিবরিয়া, লুৎফর রহমান, নজরুল ইসলাম মাঝি,মজিবর সিকদার,এম এ রব মিন্টু, মোঃশাহীন, ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন , সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন,বাংলাদেশ সমিতি, আঞ্চলিক সমিতি, সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। কামরুল আহসান মন্টূর মৃত্যু সংবাদে রোমসহ সমগ্র ইতালির বাংলাদেশ কমিউনিটি এবং ইতালী আওয়ামী লীগের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার শান্তি এবং জান্নাতবাসী করার জন্য সকলেই মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।
এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ আফজাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তার গ্রামের বাড়ী বরিশালের গৌরনদীতে শোকের মাতম চলছে।
প্রবাসের খবর, বিভাগের খবর