স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ভুয়া অনুমোদনপত্রে নির্ধারিত দরের চাইতে বেশি দাম দেখিয়ে ওষুধ ও চিকিৎসা সামগ্রী কেনার অভিযোগে টাকা আত্মসাত করা মামলায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন দেয়। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।
যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে তাঁরা হলেন- বরিশালের সাবেক সিভিল সার্জন মো. খায়রুল আলম, ডেপুটি সিভিল সার্জন সাইদুর রহমান, মেডিকেল অফিসার মো. হাবিবুর রহমান, বরিশাল জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, প্রাক্তন জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং ঠিকাদার মো. আমিনুর রহমান চৌধুরী ।
১৯৯৬-৯৭ ও ১৯৯৭-৯৮ অর্থ বছরে প্রযোজ্য সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ কেনা এবং ঠিকাদারের কাছ থেকে ভ্যাট কেটে না রাখার অভিযোগে গত বছরের মার্চে বরিশালের কোতোয়ালি থানায় মামলা হয়। মামলার তদন্ত করেন সংস্থার সহকারী পরিচালক এনায়েত হোসেন।
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, বরিশালের খবর