নিজস্ব বার্তা পরিবেশক:: বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভুয়া পরিচালক পরিচয়ে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শাহ আলম শাহ্ (৪০) নামে এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার নতুন বাজার বাঁধঘাট বটতলা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার বিকেলে একটি মোটরসাইকেলযোগে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামে জেবিবি ব্রিকসে গিয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক পরিচয় দিয়ে ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অজুহাতে ২৫০০ টাকা আদায় করেন।
সন্ধ্যায় তিনি পার্শ্ববর্তী ওই ইউনিয়নের চালিতাবুনিয়া ইব্রাহীমপুর গ্রামে অবস্থিত এমএসবি ব্রিকসে গিয়ে একই পরিচয়ে ও একই অজুহাতে ভাটা ম্যানেজার মাসুদ হাসানের কাছে টাকা দাবি করেন। ভাটা মালিক পরিবেশ অধিদপ্তরের ভুয়া পরিচালককে সন্ধ্যার পরে আমতলী নতুন বাজার বটতলা এলাকায় তার সাথে দেখা করতে বলেন। যথাসময়ে ভুয়া পরিচালক ভাটা মালিকের সাথে দেখা করতে গেলে তাকে মালিক চ্যালেঞ্জ করে পরিবেশ অধিদপ্তর বরিশালের অফিসের হিসাব রক্ষক সুকুমারকে ফোন দেন। সুকুমার জানান এ নামে তাদের অফিসে কোনো পরিচালক নেই।
এ সময় ভুয়া পরিচালক শাহ আলম শাহ্ ক্ষমা চেয়ে দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে ধাওয়া করে ধরে পুলিশে সোপর্দ করেন। শুক্রবার তাকে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শাহ আলম শাহ্ পার্শ্ববর্তী জেলা ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমানের পুত্র। বরিশাল ক্রাইম পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে সে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল।
এ ঘটনায় এমএসবি ব্রিকসের ম্যানেজার মাসুদ হাসান বাদী হয়ে পরিবেশ অধিদপ্তরের ভুয়া পরিচালক শাহ আলম শাহ্’র বিরুদ্ধে আমতলী থানায় একটি প্রতারণার মামলা করেন।
এমএসবি ব্রিকস মালিক সাইদুজ্জামান নান্নু বলেন, আমার ইটভাটায় শাহ আলম শাহ্ নামে পরিবেশ অধিদপ্তরের ভুয়া পরিচালক পরিচয়ে টাকা দাবী করে প্রতারণা করার কারণে তাকে ধরে পুলিশে সোপর্দ করেছি।
জেবিব ব্রিকস মালিক আবু বক্কর সিদ্দিক বলেন- ভুয়া পরিচয় দিয়ে আমার ইটভাটা থেকে প্রতারণা করে ২৫০০ টাকা নিয়ে গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, পরিবেশ অধিদপ্তরের ভুয়া পরিচালক পরিচয়ে প্রতারণা করার অভিযোগের মামলায় শাহ আলম শাহ্ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বরগুনা, বিভাগের খবর