বরিশাল: টানা ৩৪ ঘণ্টা বন্ধ থাকার পর বরিশালের অভ্যন্তরীণ সেই ৬টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বাস চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বরিশালের রূপতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন।
পরিবহন প্রমিকদের মারামারিকে কেন্দ্র করে সোমবার সকাল ৮টা থেকে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া এবং কাঠালিয়া রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
কাওসার হোসেন শিপন জানান, দুপুরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ঝালকাঠি এবং রূপাতলী বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিকেলে ঝালকাঠি বাস মালিক সমিতিতে দুই জেলার বাস মালিক ও শ্রমিকরা আলোচনায় বসেন। সেখানে সমস্যার সমাধান হলে সন্ধ্যা ৬টা থেকে বাস চলাচল শুরু হয়।
ঝালকাঠির পুলিশ সুপার সুভাস চন্দ্র শীল বলেন, বিকেল ৪টায় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম ও ট্রাফিক পরিদর্শক বিদ্যুৎ কুমারের মধ্যস্থতায় উভয় বাস মালিক ও শ্রমিকদের সভা হয়। সভায় উভয়কে মিলিয়ে দেওয়া হয় এবং ফের বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর