শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের ৪ সাংবাদিক ও তাদের পরিবার পেল সরকারি আর্থিক সহযোগিতা। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানিকভাবে সাড়ে ৪ লাক টাকা সরকারি আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়। এসময় প্রায়ত সাংবাদিক মীর মনিরুজ্জামানের পরিবারকে ২ লাখ টাকা, সাংবাদিক কাজী মকবুল হোসনকে ১ লাখ টাকা, সাংবাদিক বেলায়েত বাবলুকে ১ লাখ টাকা ও প্রায়ত মিন্টু বসুর পক্ষে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাব সাধারণ সম্পাদক এমএম জাকির হোসেন।
এসময় উপস্থিত ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, অ্যাড, এসএম ইকবাল, অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, কাজী মফিজুল ইসলাম কামাল, নুরুল আলম ফরিদ, তপংকর চক্রবর্তী, সাবেক সম্পাদক পুলক চ্যার্টাজী, মাহামুদ হোসেন চৌধুরী, কমল সেন গুপ্ত, গোপাল সরকার, শাহীনা আজমিন, সাইফুর রহমান মিরন, দেবাষিশ চক্রবর্তী, রাহাত খান, জিয়া শাহীন, খান রফিক, সুখেন্দু এদবর, মোফাজ্জেল হোসেন এবং নাসিমুল হক প্রমুখ।
বরিশালের খবর