বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:০৬ অপরাহ্ণ, ০৮ জুন ২০১৬
বরিশাল: মাদারীপুরের মস্তফাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, চাপাতি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার ভোররাতে মস্তফাপুর উপজেলার জুয়েল চৌকিদারের বাগান থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটকরা হলেন- ওসমান ফকির (২৩), রুবেল ফকির (২২), ইদ্রিস সরদার (৮২), আমীর বেপারী (৪০), সামাদ গাজী (২২), বাবুল দালাল (২০)। তাদের সবার বাড়ি বরিশালের গৌরনদীর কমলাপুর গ্রামে।
আটকের বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর ডিবি পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. রাজিব বরিশালটাইমসকে জানান, তারা সকলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।’
ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মস্তফাপুরের জুয়েল চৌকিদারের বাগান থেকে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের পরবর্তী তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’