৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৩ অপরাহ্ণ, ১২ এপ্রিল ২০১৭

বরিশাল নগরী থেকে জাকির হোসেন মানিক (২৮) নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে কাউনিয়া থানাধীন বিসিক থেকে লাশটি উদ্ধার করা হয়।

জাকির মুলাদীর খুদরত আলী সরদারের ছেলে। এবং কাউনিয়া থানাধীন বাসুমিয়ার গলি এলাকায় শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র মন্ডল জানান- দুপুরে স্থানীয়দের খবরের মাধ্যমে জাকিরের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।”

20 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন