বরিশাল: বরিশাল নগরীতে চাঁদা না পেয়ে রাব্বি (২৫) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নগরের ভাটিখানা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত রাব্বিকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাব্বি বরিশাল সিটি কর্পোরেশনের ৪নম্বর ওয়ার্ডের গাউয়ারসর এলাকার বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে।
আহতের বাবা আলমগীর হোসেন জানান, তিনি সম্প্রতি কিছু জমি বিক্রি করেন, এরপর থেকেই স্থানীয় ভান্ডারিয়ার ছেলে শাহাদাৎ তাদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।
চাঁদা দিতে দেরি হওয়ায় শাহাদাৎ ও তার পরিবারের স্বজনরা ক্ষিপ্ত হয়। এরই ধারাবাহিকায় তার ছেলেকে ডেকে নিয়ে রাতে শাহাদাৎ, সোহেলসহ বেশ কয়েকজন মিলে কুপিয়ে জখম করে।
মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) কাওসার জানান, রাব্বির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর