বরিশালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে বিষপানে স্বামীর আত্মহত্যা!
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সন্তানসম্ভবা স্ত্রীর মৃত্যুশোক সইতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন স্বামী মাসুদ বেপারী (৩২)। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে। মৃত মাসুদ ওই গ্রামের সেলিম বেপারীর ছেলে। তিনি একটি কোম্পানির সেলসম্যান ছিলো।
শুক্রবার সকালে মৃতের পরিবারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার জানান, তিন বছর পূর্বে প্রেমের সম্পর্কে শারমিন অপু নামের এক তরুণীকে বিয়ে করেন মাসুদ।গত ২২ দিন আগে তার সন্তানসম্ভাবা স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মাসুদ।
বৃহস্পতিবার দুপুরে পরিবারের সবার অজান্তে বিষপান করলে তাকে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শিরোনামবরিশালের খবর