১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে অপরাধ দমনে হার্ডলাইনে র‌্যাব

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৬ অপরাহ্ণ, ০১ জুলাই ২০১৬

বরিশাল: বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) সাফল্যের ধারা বজায় রেখেই সামনে এগিয়ে যাচ্ছে। যদিও ইতিমধ্যে এ অঞ্চলে র‌্যাব সন্ত্রাসীবিরোধী ভুমিকা রেখে মানুষের মনে আস্থাও করে নিয়েছে। বিশেষ করে এই বাহিনীর আওয়াতাধীন সুন্দরবনে বনদস্যু এবং জনদস্যু দমনের মাধ্যমে প্রশংসাও কুড়িছেন।’

 

এমনকি সন্ত্রাসীবিরোধী তাদের জোরতর ভুমিকায় বাহিনী প্রধান লে. কর্নেল ফরিদুল আলম বেশ আলোচনায় এসেছেন। কারণ এই কর্মকর্তার বিশেষ কৌশলের কারণে সম্প্রতি সুন্দরবন এলাকার বনদস্যুদের একটি দল বিপুল পরিমান অস্ত্রসহ আত্মসমর্পন করে। যে ঘটনার মধ্যদিয়ে তিনি ব্যতিক্রর্মী একটি উদাহরণও সৃষ্টি করেন। যদিও এর পরে র‌্যাব এ অঞ্চলে একাধিক সফল অভিযান পরিচলনা করে আসছে। যার ধারাবাহিকতায় র‌্যাবের গত ২৪ ঘন্টার অভিযানে মোট ১৫ চিহ্নিত অপরাধী গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে ডাকাত, জাল টাকা ব্যবসায়ী, ছিনতাইকারী, প্রতারক ও মাদক ব্যবসায়ী রয়েছে। এই অভিযানের মধ্যদিয়ে অপরাধীদের কাছে র‌্যাব আতঙ্কিত নাম হয়ে দাড়িয়েছে।

 

যদিও বরিশাল র‌্যাব সন্ত্রাস দমনে হার্ডলাইনে থাকায় এ অঞ্চলে অপরাধ প্রবনতা অনেকটা কমে গিয়েছে। বলা চলে সন্ত্রাস, মাদক, ডাকাতি, চুরি, ছিনতাই এবং মাদক ব্যবসায়ীরা নিজেদের রক্ষায় ঘরমুখী হয়ে ছিলো। কিন্তু ঈদ উৎসবকে কেন্দ্র করে কয়েকদিন ধরে তৎপর হয়ে ওঠায় র‌্যাবও তাদের দমনে মাঠে নামে। অবশ্য এতে বেশ সফলতাও আসে। গত বুধবার রাতে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। যে বিষয়টি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রূপাতলী র‌্যাব ৮এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে মিডিয়াকর্মীদের অবহিত করা হয়। র‌্যাবের উপ-অধিনায়ক মেজর আদনান কবির ওই সময় জানিয়েছেন- গ্রেপ্তার ১১ জন আন্তঃজেলা ডাকাত, প্রতারক ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা হলেন, মো. ঈমাম হোসেন পলাশ, কৃষ্ণ কান্ত মজুমদার, মো. সুমন হোসেন, ইস্রাফিল মাতুব্বর, আসাদুর রহমান, রবি চন্দ্র দাস, সোহেল তালুকদার, নুর হোসেন, জুয়েল মাতুব্বর, মো. সোহেল মাতুব্বর এবং রাধ্যেশ্যাম মন্ডল।’

 

এদেরকে বরিশাল-ফরিদপুর মহাসড়কের হামিরদি ও ফরিদপুরের ভাঙ্গা থানাধীন বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। আটকদের মধ্যে- মো. সুমন হোসেন ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা ব্যাতীত অন্যরা ভাঙা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।’ সেই রাতের সাঁরাশি অভিযানে ১টি সেভেন পয়েন্ট সিক্স ফাইফ মিলিমিটারের বিদেশি পিস্তল, ১টি  ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ৩টি রামদা, ৩  বোতল  ফেন্সিডিল, ২৩টি  মোবাইল, ৬০টি সিম, ৩টি গাছ কাটার করাত, ৩২০ পিস ইয়াবা, ১ টি ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। একই রাতে পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে ৩৫ হাজার জাল নোটসহ তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানিয়েছে- উপজেলার চরখালী বাজার এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় হচ্ছে- এমন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই তিন ব্যবসায়ী হলেন- ওই উপজেলার বাসিন্দা মোহসীন ফরাজী (৩৪), রুবেল হাওলাদার (২২) এবং আল আমিন হাওলাদার (১৮)। স্থানীয়ভাবে জানা গেছে- এরা ওই উপজেলায় দীর্ঘদিন যাবত জাল টাকার ব্যবসা করে আসছিলো। যে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ জানলেও প্রতিরোধে কোন ভুমিকা রাখেনি। এমতাবস্থায় র‌্যাবের গ্রেপ্তার অভিযানে উপজেলাবাসী স্বস্তি পেয়েছে। ফলে এ গ্রেপ্তার অভিযানের ধারাবাহিকতা বজায় রাখতে র‌্যাবের প্রসংশা করে আরও তৎপরতা বাড়ানোর জোর দাবি এসেছে।’

 

অবশ্য এর আগেই র‌্যাব সংবাদ সম্মেলন করে ঈদ উৎসবকে কেন্দ্র করে তাদের বেশ সক্রিয় থাকার কথা জানিয়েছে। বিশেষ করে অপরাধ প্রবন এলাকাগুলোতে টহল বাড়ানোর পাশাপাশি চিহ্নিত অপরাধীদেরও ধরতে কাজ করার বিষয়টি অবহিত করেছে।’ সেই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই র‌্যাবের আরেকটি টিম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় আরও একটি সফল অভিযান চালায়। বেলা দেড়টার দিকে উপজেলার ভৈরবপাশা এলাকা থেকে জাকির হোসেন বেপারী (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২হাজার ৫৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

 

র‌্যাব জানিয়েছে- জাকির চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ক্রয় করে ওই উপজেলায় বিক্রেতাদের কাছে খুচরা মুল্যে বিক্রি করে। পাশাপাশি সেবনও করে।’ গত ২৪ ঘন্টায় আটক এই ১৫ অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের পরবর্তী থানায় সোপর্দ করা হয়েছে। এক্ষেত্রে বাহিনী প্রধান পরিচালক লে. কর্নেল ফরিদুল আলমের ভাষ্য হচ্ছে- র‌্যাব সব সময় সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। যার ধারাবাহিকতায় গত ২৪ঘন্টায়ও সফল অভিযান চালিয়েছে। এ ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে।’

25 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন