বরিশাল নগরীর বান্দ রোডের বরফ কল সংলগ্ন বস্তির একটি ঘর থেকে তিন হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতৃত্বে আমর্ড ব্যাটালিয়ন পুলিশের একটি দল এ অভিযান চালায়। এসময় জাল মজুদ রাখার দায়ে আটক তিনজনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিনমাসের কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. রিপন, নুুরুল ইসলাম ও ইউসুফ হোসেন।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অবতরণ কেন্দ্র বরফকল সংলগ্ন বস্তিতে অভিযান চালানো হয়। সেখানে একটি ঘরের মধ্যে ও নৌকায় মজুদ রাখা প্রায় তিন হাজার মিটার জল জব্দ করা হয়। আটক করা জালের মূল্য ৫ লক্ষাধিক টাকা বলে সূত্রটি জানায়।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর