বরিশাল: নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালে ধর্মঘটের পঞ্চম দিনেও বরিশালের অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৭ আগস্ট) সকালে থেকে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের কোনো লঞ্চ ছেড়ে যায়নি ও আসেনি।
লঞ্চের পাশাপাশি ধর্মঘটের কারণে মালবাহী কার্গোগুলো কীর্তনখোলা নদীর দক্ষিণপ্রান্তে নোঙর করে আছে।
তবে সকালে ঢাকা থেকে এমভি সুরভী-৭, টিপু-৭, পারাবত-১২, কীর্তনখোলা-১ লঞ্চটি বরিশাল বন্দরে পৌঁছেছে। যাত্রী নিয়ে সন্ধ্যায় লঞ্চগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে নৌ বন্দর এলাকায় নৌ পুলিশের সক্রিয় অবস্থান রয়েছে।
টাইমস স্পেশাল, বরিশালের খবর