মেহেন্দিগঞ্জে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অর্থ মন্ত্রণালয়ের এক সচিবসহ ৫১ জন শিক্ষককে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার বরিশালের সিনিয়র স্পেশাল জজ আদালতে দুর্নীতি আইনে মামলাটি দায়ের করে মেহেন্দিগঞ্জের পূর্ব রহমতপুর এলাকার সাবেক ইউপি সদস্য সঞ্জয় মন্ডল।
আদালতের বিচারক মো. আনোয়ারুল হক মামলাটি দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার আদেশ দেন। অভিযুক্তরা হলেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়ার সহকারি সচিব তাজিমউর রহমান, সাবেক জেলা প্রাথমিক অফিসার নাসির উদ্দিন আহমেদ, মেহেন্দিগঞ্জ উপজেলা সাবেক শিক্ষা অফিসার পুতুল রানী মন্ডল, মেহেন্দিগহ্জ উপজেলার চিলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইয়েদা পারভীন, সহকারি শিক্ষক গোলাপী রানী, ব্যবস্থাপণা কমিটির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সহকারি শিক্ষক রেশমা আক্তার ও ওই উপজেলার উত্তর রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান সহকারি শিক্ষক সুবর্ণা আক্তার, মো. কাওসার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলী আহম্মদ খান, ব্যবস্থাপণা কমিটির সভাপতি আব্দুল জলিল, দক্ষিণ আন্দার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেদোয়ান করিম ও দক্ষিণ আন্দার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খাদিজা বেগম ও রোকসানা খানমসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন।
মামলা পরিচালনাকারী আইজীবী মো. আজাদ রহমান জানান, অভিযুক্তরা প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে কোন তথ্য না দিয়ে ২০১৫ সালের ৫ জুলাই থেকে ও বছরের ৯ আগষ্ট পর্যন্ত তাদের স্কুলের বিভিন্ন শিক্ষক নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা নিয়ে আত্মসাত করে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়।’’
শিরোনামবরিশালের খবর