বরিশাল: বরিশাল নগরী থেকে ফেনসিডিল ও ধারালো অস্ত্রসহ দুই সহোদরকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাত ১১টার দিকে নগরীর শ্যাম বাবুর লেনের জাহানারা মঞ্জিল থেকে তাদের আটক করা হয়।
আটক দুই সহোদর হলেন- ওই এলাকার বাসিন্দা অলি এবং পাভেল। এদের মধ্যে অলি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ৪র্থ বর্ষের ছাত্র।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র সহকারী (এসি) কমিশনার মো. ফরহাদ সরদার বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গোড়াচাঁদ দাস রোডে থেকে অলিকে আটক করা হয়। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে জানায় বাসায় আরও ফেন্সিডিল রক্ষিত রয়েছে। স্বীকারোক্তি মতে- ডিবি তার বাসায় অভিযান চালিয়ে আরও ৩২বোতল ফেন্সিডিল, একটি চাপাতি এবং একটি চাইনিজ কুঠাল উদ্ধার করে। সেই সময় অলির বড় ভাই পাভেলকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর