১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে নারী শ্রমিককে ধর্ষণ!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৮ অপরাহ্ণ, ১৫ মার্চ ২০১৭

বরিশাল নগরীর বেঙ্গল ফুডস লিমিটেড কোম্পানির এক নারী শ্রমিককে দেশীয় অস্ত্র দিয়ে খুন জখমের ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে ২ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করে নগরীর পিছনের স্কুল এলাকার আব্দুস ছালামের কন্যা (১৫)।

আদালতের বিচারক শেখ আবু তাহের মামলাটি সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেয়ার নির্দেশ দেন।

এ ছাড়া ভিকটিমের মেডিকেল পরীক্ষা করার জন্য আবেশ দেন। এই মামলায় অভিযুক্তরা হলেন- একই এলাকার আব্দুল জলিল হাওলাদারের পুত্র মো. জুনায়েদ ইসলাম জয় এবং তার মা এলাহী বেগম।

মামলা পরিচালনাকারী আইনজীবী একেএম আমিনুল ইসলাম সেন্টু জানান, নগরীর কাউনিয়া পিছনের স্কুল এলাকার আব্দুস ছালামের কন্যা বিসিক রোডস্থ বেঙ্গল ফুডস লিমিটেড কোম্পানিতে প্যাকিং শাখায় কাজ করেন। ভিকটিম তার কর্মস্থলে আসা যাওয়ার পথে অভিযুক্ত জুনায়েদ ইসলাম তাকে কুপ্রস্তাব ও প্রেম নিবেদন করত। এতে ভিকটিম রাজি না হলে অভিযুক্ত জুনায়েদ তার ওপর ক্ষিপ্ত হয়ে গত ৯ মার্চ রাত ৭ টার সময় ভিকটিম তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় সুপ্ত বিকাশ কিন্ডারগার্টেনের সামলে আসলে তাকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে স্থানীয় গনি হাওলাদারের বাগানে নিয়ে যায়।

পরে একাধিকবার ভিকটিমকে জুনায়েদ ধর্ষণ করে। এসময় স্থানীয়রা তাদের হাতে নাতে আটক করে তার মা এলাহী বেগমের কাছে তারা নিয়ে যায় এবং বিষয়টি খুলে বলে। এসময় অভিযুক্ত জানায়েদ ইসলাম জয় মা এলাহী বেগম স্থানীয়দের সামনে প্রকাশ করে যে ২ থেকে ৩ দিনের মধ্যে ভিকটিমকে তার পুত্র জুনায়েদের সাথে বিয়ে দেবে।

কিন্তু ২ থেকে ৩ দিন অতিবাহিত হওয়ার পর ভিকটিমের পরিবার এলাহী বেগমের সাথে বিয়ের বিষয়য়ে কথা বললে তিনি তার পুত্রের সাথে ভিকটিমের বিয়ে দিতে অস্বীকার করে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়।’’

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন