৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশালে অস্ত্র-গুলিসহ যুবক আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৩ অপরাহ্ণ, ০১ আগস্ট ২০১৬

বরিশাল: বরিশাল নগরের হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ মাহাবুল আলম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

সোমবার (০১ আগস্ট) সকাল পৌনে ১০টায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

মাহাবুল আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের রহমপুর এলাকার জায়েদুর রহমানের ছেলে।

কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে জানা যায়, ডাকাত দলের কাছে অস্ত্র বিক্রির জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালে আসেন মাহাবুল। এ সময় খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে, পাশাপাশি এ অস্ত্র আসলে কি কাজে ব্যবহার করার কথা ছিল তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এসি কোতোয়ালি) আজাদ রহমান।

29 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন