১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের অনশন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৮ অপরাহ্ণ, ১৬ মে ২০১৬

বরিশাল: দশ দফা দাবীতে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করছে ইনফরমেশন হেলথ এন্ড টেকনোলজির শিক্ষার্থীরা। সোমবার  বেলা ১১ টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়।’

অনশন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আহবয়ক আরিফুর রহমান বলেন, তাদের জন্য দ্রুত বাংলাদেশ ডিপ্লোমা এডুকেশন বোর্ড গঠন করতে হবে। ডিপ্লোমা  মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মসিস্টদের  বেকার সমস্যা দূর করতে হবে, চাকুরীর বেলায় তাদের দশম গ্রেডে উন্নীত করতে হবে।

এসব মিলিয়ে তারা যে দশ দফার জন্য আন্দোলন করছেন এসব যৌক্তিক বলে কর্তৃপক্ষকে তাদের দাবী মেনে নেয়ার জন্য দ্রুত আহবান করেন। নতুবা এর চেয়ে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন এই নেতা।

আরও বক্তব্য রাখেন, আইএচটির শিক্ষার্থী সৌরভ দাস এবং মিল্টন গায়েন প্রমূখ।’

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন