বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসারত অবস্থায় নিবা বাড়ৈ (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা হাসপাতালে তার মৃত্যু হয়। নিবা বাড়ৈ উপজেলার রাজিহার গ্রামের মৃত মনোহর বাড়ৈর স্ত্রী।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে হঠাৎ করে নিবা বাড়ৈ’র কাপড়ে আগুন লেগে যায়। এ সময় তার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেলে তাকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বখতিয়ার আল মামুন নিবা বাড়ৈ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশালের খবর