বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:৩১ অপরাহ্ণ, ২০ অক্টোবর ২০১৬
বরিশাল: বরিশাল নৌ-বন্দর এলাকায় রাইফেলের গুলিসহ মো. জহিরুল ইসলাম মীর (৩৮) নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১২টায় নৌ-বন্দরের ১নং গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। জহিরুল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিষ এলাকার মো. আলাউদ্দিন মীরের ছেলে।
ডিবি’র উপ পরিদর্শক (এসআই) মাহমুদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌ-বন্দর এলাকায় অভিযান চালানো হয়। এসময় এক রাউন্ড ০.২২ বোর রাইফেলের গুলিসহ জহিরুলকে আটক করা হয়।
জহিরুলের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই।