জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালা লংঘনের অপরাধে সাতজনকে ভ্রাম্যমান আদালতের দণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের অফিস সহকারী রমনী রঞ্জন বিশ্বাস জানান, বুধবার জেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে জেলার আগৈলঝাড়া উপজেলার ১নং ওয়ার্ড কেন্দ্র এলাকায় ‘জেলা পরিষদ নির্বাচন আচরনবিধি ৩১ ধারা’ লংঘন করার অপরাধে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গাজী তারিক সালমন মোটরযান অভিযান পরিচালনা করেন।
এসময় সাতটি মোটরসাইকেল মালিককে তিন হাজার চার শ’ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।