বরিশালের বিভিন্ন স্থানে আজ (২৩ এপ্রিল) সম্ভবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এমনকি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।
এটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্র বিরাজ করছে। যে কারণে কয়েকদিন যাবত বরিশালের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হচ্ছে।”
বরিশালের খবর