বরিশাল শহর থেকে আধা কেজি গাঁজাসহ মো. লিটন গাজী (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেলে তাকে শহরের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব পূরানপাড়া এলাকা থেকে আটক করা হয়।
আটক মো. লিটন গাজী ওই এলাকার মো. ইউসুফ আলী গাজীর ছেলে।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের এসআই মো. শাহাদাৎ হোসেন বরিশালটাইমসকে জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. লিটন গাজীকে ওই এলাকা থেকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।’’
শিরোনামবরিশালের খবর