বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৭:৫১ অপরাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০২৩
বরিশালে আবাসিক হোটেলে অভিযান: দেহজীবিসহ গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল শহরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে চলছে হোটেল ব্যবসার আড়ালে দেহব্যবসা। এমন তথ্য সূত্রে নগরীতে আজ অভিযান চালিয়ে ২ দেহজীবিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার দুপুরে এই অভিযান চালানো হয়েছে বলে এই তথ্য নিশ্চিত করেন কোতয়ালী থানার এস আই রাকিব হোসেন।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, নগরীর পোর্টরোড এলাকার সান, চিল, ঝিনুক এবং পাতারহাট, অন্তরা,ভোলা, উজিরপুরসহ বেশ কিছু আবাসিক হোটেলে দেহব্যবসা চলছে এমন তথ্য সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পোটরোড এলাকার হোটেল অতিথিতে অভিযান চালানো হয়।
এসময় হোটেল থেকে ২ পতিতা এবং ৫ খোদ্দেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ৭ জনের বিরুদ্ধে বিএমপি অধ্যাদেশে বিভিন্ন ধারায় মামলা গ্রহণের প্রস্তুতি চলমান আছে। এ বিষয় কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নগরীতে বেশকিছু হোটেলে অনৈতিককার্যকালাপ চলছে এমন তথ্য সূত্রে কোতয়ালী থানা পুলিশের অভিযানে হোটেল অতিথি থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এবং এই অভিযান সামনেও চলমান থাকবে বলে নিশ্চিত করে।