বরিশালে আড়াই লাখ টাকার জাল নোটসহ যুবক আটক
রিপন রানা, বরিশাল:: বরিশাল নগরীর হাটখোলা এলাকা থেকে আড়াই লাখ টাকার জাল নোটসহ সবুজ বেপারী (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের ওই এলাকা থেকে বুধবার বিকেলে তাকে আটক করে আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের একটি টিম। পরে ভোলা জেলার সদর থানাধীন ইলিশা ইউনিয়নের বাসিন্দা ওই যুবককে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করে ফাঁড়ি পুলিশ।
পুলিশ জানায়- আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এরশাদুল হকের নেতৃত্বে একটি টিম বুধবার বিকেল ৫টার দিকে শহরের হাটখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট বসায়। এসময় সবুজ নামের ওই যুবক চেকপোস্ট অতিক্রম করার প্রাক্কালে তার আচরণ দেখে পুলিশের সন্দেহ হলে সাথে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালানো হয়। তখন ব্যাগের অভ্যন্তরে জাল নোটের ৫টি বান্ডিল পাওয়া যায়।
সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ছগির হোসেন জানান, যুবকের কাছ থেকে উদ্ধার ৫টি বান্ডিলের সবগুলোতে পাঁচশত টাকার জাল নোট এবং তা গুণলে আড়াই লাখ হয়।
আটক এই যুবকের বিরুদ্ধে বহুমুখী অভিযোগে দেশের আরও বেশ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে, যেগুলো আদালতে বিচারাধীন আছে, জানান এই পুলিশ কর্মকর্তা।
জাল নোট উদ্ধারের এই ঘটনায়ও একটি মামলার প্রস্তুতি চলছে, জানান কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।’
বরিশালের খবর, বিভাগের খবর