বরিশাল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গত শনিবার সকাল ১০টায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সদস্য এবং সদ্য পদত্যাগী বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক।
রবিবার শেষ দিনে চেয়ারম্যান পদে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। এর ফলে শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন প্রথমে দলীয় সমর্থন পাওয়া কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খান আলতাফ হোসেন ভুলু এবং পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে দলের সমর্থন পাওয়া মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মইদুল ইসলাম।এদিকে ১৫টি সাধারণ সদস্য পদের বিপরীতে ৪৪ প্রার্থীর মধ্যে রবিবার শেষ দিন পর্যন্ত তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। পাঁচটি সংরক্ষিত সদস্য পদের বিপরীতে সাত প্রার্থীর মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।
এছাড়া সাধারণ সদস্য পদে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখনও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩৬জন সাধারণ সদস্য প্রার্থী।
অপরদিকে সংরক্ষিত আসনের সাত প্রার্থীর মধ্যে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চারজন।
বরিশাল জেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান জানান, চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। অপর দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ ছাড়া সাধারণ আসনে তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে সংরক্ষিত আসনে কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি। একাধিক প্রার্থী না থাকায় সাধারণ আসনে পাঁচ এবং সংরক্ষিত আসনে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।