১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে ইংরেজী পরীক্ষায় নকল করায় ১৬ পরীক্ষার্থী বহিস্কার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১০ অপরাহ্ণ, ০৬ এপ্রিল ২০১৭

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকলের দায়ে বরিশালে ১৬ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) ইংরেজি ১ম পত্র পরীক্ষায় এ বহিস্কারের ঘটনা ঘটে।

এছাড়া বোর্ডের ৫৪ হাজার ৮৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৫৪ হাজার ১২৯ জন। অনুপস্থিত ছিলেন ৭১১ জন পরীক্ষার্থী।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে বলেন- পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে পটুয়াখালীর ৪ পরীক্ষার্থী, ভোলায় ৮ পরীক্ষার্থী, ঝালকাঠিতে ২ জন এবং বরিশালে ২ জনকে বহিস্কার করা হয়েছে।”

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন