উজিরপুরে ডাকবাংলো এলাকায় প্রকাশ্যে সংঘাতের ঘটনায় উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের ঘনিষ্ট সহচর ওটরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আকবর হোসেন বেপারী ও উপজেলা চেয়ারম্যান প্রতিপক্ষ ওটরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনকে যুবলীগ থেকে বহিস্কার করা হয়েছে।
উজিরপুর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো. খাইরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর শনিবার এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে- সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে ওই দুইজনকে সাময়িক বহিস্কার করা হয়। উপজেলা যুবলীগ সভাপতি উজিরপুর পৌরসভার মেয়র মো. গিয়াসউদ্দিন বেপারী বহিস্কারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এর আগে গত শনিবার উজিরপুর পৌর এলাকার ডাকবাংলোর সামনে উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী মঞ্জুকে মারধরের সময় আকবর ও সুমনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে ওইদিন সন্ধ্যায় ওটরা রাস্তার মাথা এলাকায় উপজেলা চেয়ারম্যান ইকবাল গ্রুপ ও তার প্রতিপক্ষ গ্রুপ শক্তির মহড়া প্রদর্শন করায় সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়।
এ ঘটনায় ওই দুই যুবলীগ নেতাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।’’
বরিশালের খবর