৩০ মিনিট আগের আপডেট রাত ১০:৪৯ ; বুধবার ; মার্চ ২৯, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশালে ইউরিয়া সংরক্ষণে গোডাউন

বরিশালটাইমস রিপোর্ট
৬:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৬

বরিশাল: বরিশালে সার সংরক্ষণের জন্য একটি গোডাউন নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। এ প্রতিটি গোডাউনে সার সংরক্ষণ করা হবে ১০ মেট্রিক টন।’

একই সাথে দেশের নীলফামারী, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, গাইবান্ধা, কিশোরগঞ্জ, যশোর, চাপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, পঞ্চগড়, পাবনা, রাজবাড়ী ও শেরপুর জেলায় একটি করে সার গোডাউন নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে।’

বর্তমানে বাংলাদেশে ২৪টি আপদকালীন গোডাউনে সার সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। এসব গোডাউনের সাধারণ ও সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১ দশমিক ৪৩ লাখ থেকে সর্বোচ্চ ২ দশমিক ৯৩ লাখ মেট্রিক টন। প্রতিবছর গোডাউন থেকে গড়ে ১৭ থেকে ১৮ লাখ মেট্রিক টন ইউরিয়া সার কৃষকদের সরবরাহ করা হয়।

প্রায় ২ দশমিক ৫ লাখ মেট্রিক টন সার সব সময় খোলা জায়গায় রাখা হয়। খোলা জায়গায় রাখার ফলে ইউরিয়া সারের গুণাগত মান নষ্ট হয়।

বিসিআইসি থেকে জানা যায়, সংরক্ষণের অভাবে প্রতি বছর ২ দশমিক ৫ থেকে ৩ লাখ মেট্রিক টন ইউরিয়া সার নষ্ট হয়ে যাচ্ছে। আর্দ্রতার কারণেও নষ্ট হচ্ছে সার। ফলে সময় মতো কৃষকদের মধ্যে বিতরণ করা যাচ্ছে না। প্রয়োজন অনুযায়ী প্রতিবছর গোডাউন ভাড়া ও রি-ব্যাগিং বাবদও ২৩৪ কোটি টাকা অপচয় হচ্ছে। খোলা স্থানে ইউরিয়া সার রাখলে, সেই সার ব্যবহারে কৃষকের জমিতে ভালো ফলনে সহায়ক হয় না।

ইউরিয়া সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা ও নিরাপদে সার সংরক্ষণের জন্য দেশের ১৩ স্থানে আরও ১৩টি বাফার গোডাউন নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিআইসি। এসব গোডাউনে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংরক্ষণ করা হবে। প্রতিটি গোডাউনের সার সংরক্ষণ করা হবে ১০ মেট্রিক টন।

৫১৬ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় করে জানুয়ারি ২০১৭ থেকে ডিসেম্বর ২০১৯ মেয়াদে গোডাউনগুলো নির্মাণ করা হবে। ১৩টি গোডাউনের প্রত্যেকটির জন্য ন্যূনতম ৩ দশমিক ৮ একর জমি লাগবে। এসব গোডাউনে সড়ক, নৌ ও রেলপথে সহজ যোগাযোগ ব্যবস্থা থাকবে। গোডাউনগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ৫০ বছর। এসব স্থানে সার গোডাউনগুলো নির্মাণ করার ফলে স্বল্পতম সময়ে কৃষকদের মধ্যে সার সরবরাহ সম্ভব হবে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সূত্র জানায়, ১৩টি গোডাউন নির্মাণের জন্য ৫২ একর ভূমি অধিগ্রহণ করা হবে। এর পাশাপাশি কৃষকদের সার সরবরাহ নিশ্চিতসহ যানবাহন সুবিধা দেওয়া হবে। এসব গোডাউন এলাকায় বিদ্যুৎ সংযোগ, স্যানিটারি সুবিধা, পানি সরবরাহ, অফিস ভবন ও মৃত্তিকা পরীক্ষাগার নির্মাণ করা হবে। এতে গোডাউন এলাকার জনসাধারণের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সৃষ্টি হবে কর্মসংস্থান।

বিসিআইসি মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, সংরক্ষণের অভাবে ইউরিয়া সার প্রতিবছর নষ্ট হচ্ছে। আর্দ্রতার কারণে ইউরিয়া সার এক সঙ্গে লেগে যায়। ফলে কৃষক এসব সার নিতে চান না। তখন কৃষক সারের বস্তা পরিবর্তন করার দাবি জানান। কিন্তু অনেক সময় কৃষকের দাবি রক্ষা করা কঠিন হয়ে পড়ে। এভাবেই প্রতিবছর ইউরিয়া সার নষ্ট হচ্ছে। দেরিতে হলেও সরকার কৃষকের দাবি অনুধাবন করতে পেরেছে।

১৩টি গোডাউন নির্মাণ প্রসঙ্গে বিসিআইসি মহাব্যবস্থাপক বলেন, আমরা ১৩টি জেলায় একটি করে গোডাউন নির্মাণ করবো। কারণ ঢাকা থেকে এসব স্থানে সার পরিবহন ও রি-ব্যাগিং করেত অনেক টাকা প্রতিবছর অপচয় হচ্ছে।’

এসব গোডাউনে সার সংরক্ষণের ফলে সহজেই কৃষকের মধ্যে বিতরণ করা যাবে। ইউরিয়া সারের অপচয়ও রোধ হবে। কারণ প্রতিবছর গোডাউন ভাড়া ও রি-ব্যাগিং বাবদ ২৩৪ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়।’

খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর

আপনার মমত লিখুন :

 

ই বিাের াও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বাদীকে বিয়ে করে ধর্ষণ মামলা থেকে রেহাই পেলেন সাবেক এমপি  বরিশালে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, পুলিশ সদস্য জেলে  ঝালকাঠিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে!  ‘আপা’ বলতেই ক্ষেপে গেলেন চিকিৎসক!  ব্রয়লার ২২০ টাকা: বেড়েছে সোনালি-লেয়ার মুরগির দাম  সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন  বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান  প্রথম আলোর সেই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা  সুরা ইখলাস অর্থসহ উচ্চারণ এবং বিশেষ মর্যাদা ও ফজিলত