বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:২০ অপরাহ্ণ, ২৪ ডিসেম্বর ২০১৬
বরিশাল: আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার দৈনিক ইত্তেফাকের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বেলা ১২টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.গাজী মোঃ সাইফুজ্জামান ও পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (ডিবি) ফরহাদ সরদার, কোতয়ালী মডেল থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম জাকির হোসেন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, বর্ষিয়ান সাংবাদিক নূরুল আলম ফরিদ, ইসমাইল হোসেন নেগাবান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন সৈয়দ দুলাল, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক লিটন বাশার, দেবাশীষ চক্রবর্তী, জিয়া শাহীন, সুখেন্দ্র এদবর, এম জহির, এম মোফাজ্জল, রাইসুল ইসলাম অভি, শাহীন হাফিজ, রাতুল আহমেদ সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দল, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মী ও পত্রিকার স্থানীয় এজেন্টগণ।
এদিকে দৈনিক ইত্তেফাকের ৬৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে ইত্তেফাকের লোগো সহ বিলবোর্ড স্থাপন ও প্রচার-প্রচারনণা চালানো হয়। দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের জন্ম দিন উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ শুভেচ্ছা জানাতে ফুল ও মিষ্ঠি নিয়ে বরিশাল কার্যালয় আসেন। তারা ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করে ভবিষ্যত সাফল্য কামনা করেন।
বিশেষ করে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক নির্ভিক সাংবাদিক প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়া বরিশালে জন্ম গ্রহণ করায় পত্রিকাটির সাথে দক্ষিণ জনপদের মানুষের এক নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। দীর্ঘদিন যাবত পত্রিকা পরিচালনায় তারই সুযোগ্য সন্তান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর মেধা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।’