৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৫ অপরাহ্ণ, ০৬ জানুয়ারি ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বরিশালে ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল জেলা ইমরত নির্মাণশ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের অশ্বিনী কুমার হলে প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক শেখ মো. সেলিম, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, প্রকৌশলী জাহিদুল হোসেন, বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক রুস্তুম আলী হাওলাদার, অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠুসহ জেলা ও বিভিন্ন উপজেলার ইমারত শ্রমিক ইউনিয়নের নেতারা।

দাবিগুলো হলো- ইমারত নির্মাণ শ্রমিকদের সরকারি তালিকাভুক্ত করা, পেনশনের ব্যবস্থা করা, ছিন্নমূল শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করা, সরকারি খরচে ইমারত শ্রমিকদের ছেলে-মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা, সরকারি খরচে ইমারত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা ও শ্রম আইনে আলাদা শ্রমনীতি প্রণয়ন করা।

এর আগে সকাল ১০টায় বরিশাল ইমারত শ্রমিক ইউনিয়নের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শহীদ আ. রব সেরনিয়াবাত ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালসহ শ্রমিক নেতারা।

পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও সাধারণ সভা করে বরিশাল ইমারত শ্রমিক ইউনিয়ন।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন