বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৪:৩১ অপরাহ্ণ, ০৫ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের নদীতে ইলিশ মাছ শিকারে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন।
শনিবার সকাল ৬টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি এমাদুল করিম। নিহত জেলে কবির মাঝি (৩৫) মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া আশা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান মাঝির ছেলে।
নিহতের প্রতিবেশি ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জসিম সরদার জানান, ইলিশ মাছ শিকারে রাতে মেঘনা নদীতে জাল ফেলেন জেলেরা।
সকালে নদী থেকে জাল উঠানোর সময় বজ্রপাত হয়। এতে নৌকার অন্য মাঝিরা রক্ষা পেলেও সুকান ধরা কবির মাঝি উপুড় হয়ে পড়ে যান।
তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
ওসি এমাদুল করিম বরিশালটাইমসকে বলেন, মেঘনা নদীতে বজ্রপাতে একজন জেলের মৃত্যু হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে লাশ দেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।