১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে ইয়াবাসহ বাংলাদেশ ব্যাংকের কর্মচারী গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৯ অপরাহ্ণ, ২৯ জানুয়ারি ২০১৭

বরিশালে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম বাবুল মিয়া। তাঁর বাড়ি নগরীর তিন নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায়।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তানজিল আহম্মেদ বরিশালটাইমসকে জানিয়েছেন- গ্রেপ্তার হওয়া বাবুল মিয়া বাংলাদেশ ব্যাংকের একজন কর্মচারী।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বরিশাল নগরীর কাউনিয়ার জানুকি সিংহ রোডে একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে বাবুল মিয়াকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে নগরের কাউনিয়া থানায় মামলা হয়েছে।

60 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন