১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে ইয়াবাসহ বিক্রেতা আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:২৫ অপরাহ্ণ, ২৫ জুলাই ২০১৬

বরিশাল: বরিশাল নগরী থেকে ২০৭পিস ইয়াবাসহ সোহেল খান ওরফে রানা (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮)। রোববার রাতে তাকে নগরীর জেনারেল হাসপাতালের সামনে রোড থেকে আটক করা হয়।

আটক সোহেল রানা নগরীর ৪ নম্বার ওয়ার্ডের নিউভাটিখানা এলাকার মৃত শাজাহান খানের ছেলে।

র‌্যাব ই-মেল ও মুঠফোনে ক্ষুদে বার্তায় জানায়- রোববার রাতে তাদের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে সোহেল খানকে আটকে সফলতা পায়। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ২০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে বরিশাল র‌্যাবের অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বরিশালটাইমসকে জানান- সোহেল খান একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।’

মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পরবর্তী সোহেল খানকে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।’

54 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন