বরিশাল: মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া মিয়া বাড়ী থেকে ৮৭ পিস ইয়াবাসহ রাসেল চৌধুরী (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে তাকে আটক করা হয়। জানা যায়, রাসেল ওই এলাকার কুট্টি চৌধুরীর ছেলে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জল কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে রাসেল উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।