বরিশাল শহরের চিহ্নিত মাদক বিক্রেতা জিয়াদুল ইসলাম লিয়নকে (২৭) আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে বিএম কলেজ ১ নম্বর গেট সম্মুখ থেকে আটক করা হয়।
আটক জিয়াদুল ইসলাম লিয়ন বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের প্রফেসর গলি “লিয়ন অনন্যা মঞ্জিল”র কে আজাদের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে সে একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। যার প্রেক্ষিতে নিশ্চিত হয়ে এসআই ইউনুস আলী ফরাজী অভিযান চালিয়ে তাকে জিয়াদুল ইসলাম লিয়নকে আটক করেন। পরবর্তীতে শরীরে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’’
বরিশালের খবর