বরিশাল শহর থেকে সুজন সরকার (৪২) নামে এক মাদক বিক্রেতাকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পত্রিকা ও জাতীয় সাংবাদিক সমিতি নামে একটি সংগঠনের দুটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারের পরে তিনি নিজেকে ওই পত্রিকাটির সিনিয়র সাংবাদিক হিসেবে দাবি করছেন। তবে সেই কার্ডটি মেয়াদোত্তীর্ণ বলে জানা গেছে।
রোববার (০৩ জুন) বিকেলে কোতয়ালি পুলিশ শহরের হাসপাতাল রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সুজন সরকার শহরের হাসপাতাল রোড এলাকার ঝাউতলা তৃতীয় গলি এলাকার সুনিল সরকারের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক বরিশালটাইমসকে জানিয়েছেন- ওই এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি চালানো হয়। ওই সময় সুজন সরকারকে থামিয়ে তল্লাশি করে তার কাছে ১ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযাীয় ঝাউতলা গলির বাসায় অভিযান করে আরও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে- সুজন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিলেন। গ্রেপ্তারের পরে তিনি নিজেকে একটি পত্রিকার সিনিয়র সাংবাদিক দাবি করেন।
সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন মামুন বরিশালটাইমসকে জানিয়েছেন- এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।’’
শিরোনামবরিশালের খবর