বরিশালে ঈগল পরিবহনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য আহত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে বাসের ধাক্কায় পুলিশের টহল পিকআপ ভ্যানে থাকা তিন কনস্টেবল আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কালিজিরা ব্রিজ ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম জানিয়েছেন।
আহতরা হলেন-বরিশাল কোতোয়ালি মডেল থানার নারী কনস্টেবল চায়না, কাওসার ও কুদ্দুস। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশালে বাসের ধাক্কায় ৩ পুলিশ সদস্য আহত
ওসি বলেন, পুলিশের একটি টহল পিকআপ ভ্যান নগরীর কালিজিরা ব্রিজ এলাকায় যায়। সেখান থেকে ফেরার সময় ঢাকা থেকে ঝালকাঠিগামী ঈগল পরিবহনের একটি বাস পিকআপটিকে ধাক্কা দেয়। এতে টহল পিকআপ ভ্যানের পেছনে থাকা তিন কনস্টেবল আহত হন। আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বরিশালের খবর, বিভাগের খবর