ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বাণীতে পীর সাহেব চরমোনাই দেশের সর্বস্তরের জনতাকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন।
তিনি সর্বস্তরের জনতার প্রতি ঈদুল ফিতরের অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
শুভেচ্ছা বাণীতে উল্লেখ করা হয়, চরমোনাইপীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম তার নিজ গ্রাম বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে বরিশালের বৃহৎ ঈদের জামাতে ইমামতি করবেন এবং জামাতের পর এলাকার গণ্যমান্য, দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
শুভেচ্ছা বাণীতে আরো উল্লেখ করা হয়, ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আবদুল হক আজাদ মুহাদ্দিস বগুড়া, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল খুলনায় ও মুফতী সৈয়দ ফয়জুল করীম ও প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী চরমোনাই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী পীর সাহেব কারীমপুর নিজগ্রাম কারীমপুরে ঈদগাহ জামাতে ইমামতি করবেন এবং মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ ঢাকার জুরাইন বড় মসজিদে জামাতে শরীক হবেন এবং বিকেলে সকলের সাথে মতবিনিময় করবেন।