বরিশাল: “জনতার ঐক্য, দানবের দম্ভ ভাঙ্গবেই” শ্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার সকালে নগরীতে উদীচী শিল্প গোষ্ঠীর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনসহ ১৮তম জেলা সম্মেলন ও গুনিজনদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে উদীচীর ৪৮তম সম্মেলন বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করেন বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উদীচীর কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক অমিত রঞ্জন দে, কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক বিমল মজুমদার, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন, এ্যাডভোকেট মানবেন্দ্র ব্যটবল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাডভোকেট এসএম ইকবাল, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, খেলা ঘরের জেলা সভাপতি জীবন কৃষ্ণ দে, কাজল ঘোষ, কেএসএ মহিউদ্দিন মানিক বীরপ্রতিক, উদীচীর জেলা সভাপতি এ্যাডভোকেট বিশ্বজিৎ দাশ মুন্সি, সাধারণ সম্পাদক শুধাংশ কুমার বিশ্বাস প্রমুখ। পরে নগরীতে বর্নাঢ্য র্যালী বের করা হয়। শেষে টাউন হল চত্বরে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন উদীচী শিল্প গোষ্ঠির শিল্পীরা।
সন্ধ্যায় অশ্বিনী কুমার টাউন হলে দুইজন গুনি ব্যক্তিকে সম্মাননা প্রদান করা জয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।