বরিশালের বানারীপাড়া উপজেলায় চায়ের দোকানে বসে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র তৈরির সময় এক শিক্ষকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ এপ্রিল) হিসাব বিজ্ঞান পরীক্ষা চলাকালীন তাদের উপজেলার ফজলুল হক কলেজ কেন্দ্রের পাশ থেকে আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার এসএস প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক আব্দুস ছালাম, চাখার ফজলুল হক কলেজের ডিগ্রির ছাত্র সুব্রত বালা, আরিফুর রহমান এবং এইচএসসির ছাত্র আজিজ তালুকদার।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বরিশালটাইমসকে জানান, পরীক্ষা চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে তাদের এইচএসসি পরীক্ষা কেন্দ্র ফজলুল হক কলেজ সংলগ্ন চাখার বাজারের একটি চায়ের দোকান থেকে আটক করা হয়। ওইসময় তারা এইচএসসি’র হিসাব বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন নিয়ে কিছু কাগজে তার সমাধান করছিলেন।
ওই সময় তাদের কাছে বইও পাওয়া যায়।
তাছাড়া জিজ্ঞাসাবাদে কেন্দ্র থেকে প্রশ্ন বের করার সত্যতাও পাওয়া গেছে। এই জালিয়াতির ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ওসি।
শিরোনামবরিশালের খবর