১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম

বরিশালে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে ৩০ জন পাস

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:২৯ অপরাহ্ণ, ১৭ সেপ্টেম্বর ২০১৬

বরিশাল: ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষাবোর্ড থেকে ৩০ জন শিক্ষার্থী পাস করেছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল বোর্ড কর্তৃপক্ষ পুনঃনিরীক্ষণের এ ফল ঘোষণা করে।

ফল পুনঃনিরীক্ষণের জন্য মোট ১৯ হাজার ৬৯৯ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এদের মধ্যে ৫ হাজার ৭২৬ জনের আবেদন মঞ্জুর হয়। তাদের মধ্যে মোট ৭৮ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে অকৃতকার্য ৩০ জন পাস করেছেন ও নতুন করে দুইজন জিপিএ-৫ পেয়েছেন।

গত ১৮ আগস্ট এইচএসসির ফল ঘোষণা করা হয়। এবার বরিশাল বোর্ডে পাসের হার ৭০ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৮৭ জন।

 

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন