বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় পৃথকস্থান থেকে এক বৃদ্ধা ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এবং শনিবার (২৭ আগস্ট) সকালে পৃথকস্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার মোল্লাপাড়া গ্রামের নির্মল হালদারের ছেলে নিতাই ওরফে বুলু হালদার (২০) ও উপজেলার দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের মৃত বিশ্বনাথ বৈরাগীর স্ত্রী সুশিলা বৈরাগী (৭৫)।
পুলিশ জানায়, শনিবার সকালে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিতাই হালদারের মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে, নিখোঁজের একদিন পর শুক্রবার সন্ধ্যায় পয়সারহাট নদীর পশ্চিম বাগধা এলাকার চর থেকে বৃদ্ধা সুশিলা বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়।
বরিশাল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর