৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশালে একযোগে ৫০ হাজার তাল গাছের চারা রোপণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ২৬ আগস্ট ২০১৭

বেশি করে তাল গাছ লাগান, বজ্রপাতে প্রাণহানি কমান’ স্লোগান নিয়ে বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে ৯০টি গ্রামীণ সড়কে একযোগে ৫০ হাজার তাল গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে চরকাউয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে তাল গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, বজ্রপাত থেকে মানুষকে রক্ষার জন্য এই তালগাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে এবং বাড়ির আঙিনায় তালগাছ লাগানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান হাবিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন, জেলা পরিষদ সদস্য মনোয়ারুল ইসলাম অলি, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রেহেনা বেগম, ইউএনও হুমায়ুন কবির এবং চরকাউয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ১০ জন চেয়ারম্যান ও ১২০ জন সদস্যের মাধ্যমে ৫০ হাজার তাল গাছের চারা ও বীজ রোপণ করা হয়।”

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন