বরিশালে এক ব্যক্তির ১৪ বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা অনাদায়ের আরো ১ মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত। আসামীর উপস্থিতিতে বৃহষ্পতিবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুন্যালের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম বরিশাল নগরের নিউ সার্কুলার রোডের মৃত আশরাফ তালুকদারের ছেলে। ২০১৩ সালের ১৩ জুন নগরের আমতলা মোড় থেকে ১ শত টাকার ৫ টি জাল নোটসহ জাহিদুলকে আটক করে র্যাব।
এ ঘটনায় র্যাবের ডিএডি এসএম মঞ্জরুল আলম বাদী হয়ে ওইদিনই বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। থানার এস.আই কবির হোসেন একই সালের ৩১ আগষ্ট চার্জশিট দাখিল করেন।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর