১৩ ঘণ্টা আগের আপডেট সকাল ১০:১৫ ; মঙ্গলবার ; জানুয়ারি ৩১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশালে এমপি’র গাড়ি বহরে ছাত্রলীগের মারামারি

বরিশাল টাইমস রিপোর্ট
৬:৫৪ অপরাহ্ণ, মে ১৮, ২০১৬

বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সদর-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের গাড়ি বহরে ছাত্রলীগ কর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। এসময় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হামলা ও মারামারির ঘটনা ঘটে। এতে মহানগর ছাত্রলীগের সানজিদ রহমান সজিব নামের এক কর্মী আহত হয়।

তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। আহত সজিব নগরীর বাংলাবাজার এলাকার আর্শেদ আলী কন্ট্রাকটার গলির বাসিন্দা ও পুলিশ সদস্য আনসার উদ্দিন এর ছেলে।

সজিব জানায়, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি শওকত হোসেন হিরনের সহধর্মীনি সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ দীর্ঘ দিন পরে মঙ্গলবার রাত ১১ টায় সড়ক পথে বরিশালে আসেন। এজন্য বরিশাল মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে বরিশাল-ঢাকা মহাসড়কের গরিয়ার পাড় থেকে গ্রহন করে নগরীর বাস ভবনে নিয়ে আসছিলেন। পথে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় পৌঁছলে এমপি’র গাড়ির পেছনে মোটর সাইকেল বহরে থাকা নগর ছাত্রলীগের তথা কথিত সহ-সভাপতি রিয়াজ ভুইয়ার মোটর সাইকের সাথে সজিবের মোটর সাইকেলে হালকা ধাক্কা লাগে।

 

এ নিয়ে রিয়াজ ভূইয়া এবং তার সহযোগী ছাত্রলীগের তথা কথিত সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাসের সাথে সজিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায় রিয়াজ ভূইয়া মোটর সাইকেলের বহর থামিয়ে সজিবের উপর হামলা চালায়। তাদের মাঝে হাতাহাতি হয়। তখন রিয়াজ ভুইয়ার নেতৃত্বে পুনরায় প্রদীপ দাস সহ ১৫/২০ জন মিলে সজিবকে বেধড়ক মারধর এবং কলম দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বহরে থাকা ছাত্রলীগ এবং যুবলীগের অন্যান্য নেতা-কর্মীরা পরিস্থিতি শান্ত করে।

তাছাড়া হামলায় রক্তাক্ত জখম হওয়া সজিবকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে দেয়। অভিযোগের বিষয়ে প্রদীপ দাস বলেন, এমপি’র গাড়ি বহরে সজিব বিশৃঙ্খলার সৃষ্টি করে। সিনিয়ররা বহরের সামনে যেতে চাইলেও তাদের আগে উঠতে দেয়নি। এসময় তাকে মন্দ বললে সজিব সিনিয়রদের সাথে বেয়াদবী করে। এজন্য বহরে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে গণধোলাই দেয়।

খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর

আপনার মতামত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বিএনপি নির্বাচনে না আসতে নানা টালবাহানা করছে: আমু  কাউখালীতে জাটকা ইলিশ মাছ জব্দ  বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু  কাউখালীতে নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় সভা  দেশে ফিরলেন সৌদিতে নির্যাতনের শিকার সেই রোজিনা  সন্তানকে কাঁধে নিয়ে সাহায্যের জন্য ছুটছেন বাবা  বরিশালে নৌ দুর্ঘটনায় নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার  পটুয়াখালীতে নাতির মৃত্যুর খবর শুনেই মারা গেলেন নানি!  ঝালকাঠিতে নিজের পাতা ফাঁদে কৃষকসহ ২জনের অস্বাভিক মৃত্যু  পাকিস্তানের মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৩২, আহত ১৪৭