২ ঘণ্টা আগের আপডেট রাত ২:১৪ ; শনিবার ; মার্চ ২৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশালে এমপি জেবুন্নেছার সভায় বোমাহামলা!

বরিশাল টাইমস রিপোর্ট
১২:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

বরিশাল: বরিশাল মহানগর আওয়ামী লীগের সভায় বোমাহামলার খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যারাতে বরিশাল শিশুপার্কে সভা চলাকালীন এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু এই হামলায় ঘটনায় দলীয় ঘরনা অর্থাৎ একটি বিশেষ মহলকে দায়ি করেছে বরিশাল মহানগর আ.লীগের নেতাকর্মীরা। বিশেষ করে সদর আসনের জেবুন্নেছা আফরোজের দাবি তাকে হত্যার উদ্দেশেই বোমাহামলা চালানো হয়। কিন্তু পরপর নিক্ষিপ্ত তিনটি বোমাই লক্ষভ্রষ্ট হওয়ার তিনি নিরাপদ আছেন।

 

এ ঘটনায় দলীয় ঘরনার বিরোধী শিবির অর্থাৎ জেলা আ.লীগের সভাপতি সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে কেন্দ্রীয় যুবলীগ সদস্য সেরনিয়াবাত সাদিক আব্দুল¬াহকে দোষারোপ করছেন সাবেক প্রয়াত নেতা শওকত হোসেন হিরণের অনুসারীরা।’

 

বরিশাল মহানগর আ.লীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানিয়েছেন- কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষে শিশুপার্কের ভেতরে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেই সভায় মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিরণপত্নী জেবুন্নেছা আফরোজ। মূলত জেবুন্নেছা আফরোজ বক্তব্য শুরু করা মাত্রই সভাকে লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষিপ্ত হয়। কিন্তু বোমাগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ঘটনা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শহরজুড়ে সৃষ্টি হয় আতঙ্ক। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উচ্চমহল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।’

 

 

জেবুন্নেছা আফরোজ জানান- সভা শুরুর পরপরই ৪০ থেকে ৫০টি রিকশাযোগে সন্ত্রাসীরা পার্কের চারপাশে অবস্থান নেয়। তিনি প্রধান অতিথির বক্তব্য রাখাকালীন তাকে উদ্দেশ্য করে বোমাহামলা চালায়। এই ঘটনায় তিনি হাসানাতপুত্রকে ইঙ্গিত করে বলেন- শওকত হোসেন হিরণের মৃত্যু পড়ে যে মহলটি একক নিয়ন্ত্রণ চালাইতে চাইতেছে তারা এ ঘটনা জন্ম দিয়েছে।

 

বিষয়টি তাৎক্ষণিক কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছেন। তবে এ বিষয়ে জানতে সাদিক আব্দুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন- আ. লীগের সভা বা সম্মেলন হলে সেটা পার্টি অফিসে হবে। যদিও কেউ শিশুপার্কে করে থাকেন সেটা শিশুসমাবেশ ছাড়া আর কিছু নয়। তিনি আরও বলেন বিগত দিনেও এধরনের হামলার অভিযোগ তার বিরুদ্ধে একাধিক বার তোলা হয়েছিলো। কিন্তু তা কতটুকু সত্য তা বরিশালবাসী ভাল জানে।

 

তবে বরিশাল পুলিশ প্রশাসন এ হামলার বিষয়টি স্বীকার করলেও কে বা কারা ঘটিয়েছে তা স্পষ্ট করেনি। এক্ষেত্রে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র সহকারি কমিশনার (এসি) ফরহাদ সরদার জানান- বিষয়টি গুরুত্বের সাথে দেখছে পুলিশ।’

খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর, রাজনীতির খবর, স্পটলাইট

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  খুনিদের ধরিয়ে দিল নিহত নারীর পোষা টিয়া  আজ ২৬ মার্চ। রক্ত, অশ্রুস্নাত বিক্ষুব্ধ বিদ্রোহের দিন  বঙ্গবন্ধু ও তার মাকে কটূক্তি: বিএনপি নেতা আটক  বরিশালসহ ৯ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়োহাওয়ার আশঙ্কা  বাংলাদেশী রাকিব হোয়াইট হাউসে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় সেরা  বরিশাল নগরীর ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা  কাউখালীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  পটুয়াখালী/ ওজুখানা নির্মাণে রাজমিস্ত্রী ইউপি চেয়ারম্যান  শাকিব খানের মুখোমুখি পূজা!  হিজলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার