বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৩০ অপরাহ্ণ, ২৬ এপ্রিল ২০১৭
বরিশালের গৌরনদী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. মঈনুল আজমকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সাথে তার আরও ২ সহযোগিকেও আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত গভীর রাত সাড়ে ১২টার দিকে গৌরনদী বন্দরস্থ তিনবেলা হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটক অপর ২ জন হলেন- গৌরনদী পৌরসভার চরগাদাতলী এলাকার সেকান্দার আলী সরদারের ছেলে বিপ্লব সরদার এবং উত্তর পালদী গ্রামের মৃত আইউব আলী খানের ছেলে মাহাবুব খান।
আটক উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মঈনুল আজম যশোর জেলার পূর্ব বারন্দী এলাকার মৃত আব্দুর রবের ছেলে।
তবে তিনি গৌরনদী পৌর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন। মঈনুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।’
বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন চৌধুরী বরিশালটাইমসকে জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে গৌরনদী বন্দরস্থ তিনবেলা হোটেলের সামনে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়রত অবস্থায় উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মঈনুল আজম এবং বিক্রেতা বিপ্লব ও মাহাবুবকে ১০পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) তুষার কুমার মন্ডল বাদী হয়ে মাদক বিক্রেতা বিপ্লব সরদারসহ আটক ওই তিনজনকে আসামি করে বুধবার (২৬ এপ্রিল) সকালে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেছেন- বুধবার আটকদের বরিশাল অতিরিক্ত চিফ জুডিসিয়াল আদালতের ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। ওই আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।”