বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, ০২ ফেব্রুয়ারি ২০১৭
সারাদেশের সাথে একযোগে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটা থেকে যথারীতি পরীক্ষা শুরু হয়।
বরিশাল নগরীর ব্রজমোহন স্কুলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বলেন, পরীক্ষার সকল প্রস্তুতি তাদের সম্পন্ন। পরীক্ষার্থীরা যাতে তিন ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে পরীক্ষা দিতে পারে এজন্য এবারে পরীক্ষা সংক্রান্ত যে কাজগুলো রয়েছে। তা পরীক্ষা শুরুর আগেই সম্পাদন করার নির্দেশ দিয়েছেন। তাই পরীক্ষার্থীদের ৯টা ২৫ মিনিটে কেন্দ্রে উপস্থিত হতে বলেছেন। তিনি আশা করেন সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে।
বরিশাল ক্যাডেট কলেজে কেন্দ্রে পরীক্ষার্থীরা দেখাদেখি করায় বাড়তি সুযোগ পাচ্ছে এমন অভিযোগের বিষয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন- অভিযোগ ওঠে তবে সত্যতা মিলেনি। তবে এবারে সেখানে আরও একটি স্কুলের পরীক্ষার্থীরা একত্রে অংশ নিচ্ছে। আর সেখানে ভিজেলেন্স টিম রয়েছে নজরদারীতে।’’
এবারে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৯৪ হাজার ৯৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ৪৭ হাজার ৪৪১ ছাত্র এবং ৪৬ হাজার ৬৫২ জন ছাত্রী রয়েছে। পরীক্ষার জন্য ৬ জেলায় ১৪৮ টি কেন্দ্র রয়েছে। ভিজিলেন্স টিম রয়েছে ১৫ টি।’’