বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৩:০০ অপরাহ্ণ, ০৪ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (০৪ আগস্ট) বেলা ১২টার দিকে নগরীর সিএন্ডবি রোডে এ ঘটনা ঘটে। বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান।
তিনি জানান, নগরীর সিএন্ডবি রোডের কাজী পাড়া এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে কার্যালয় ভাঙচুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থাকা জামায়াত শিবির ও বিএনপির নেতা কর্মীরা। তারা প্রথমে কার্যালয়টি ভাঙচুরে করে। পরে সেখানে থাকা আসবাবপত্রে অগ্নিসংযোগ করে।
এর আগে বেলা ১১টায় বরিশাল নগরের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের প্রথম গেট থেকে শিক্ষার্থীরা গণমিছিল বের করা হয়। ওই মিছিলের নেতৃত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিছ জাহান শিরিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আফরোজা খানম সরিণসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা।